ডেস্কনিউজঃ চট্টগ্রামের পটিয়ায় বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও আহত হয়েছেন আটজন।
সোমবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইয়ার জলুয়ার দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো: রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাইয়ার জলুয়ার দিঘীর মধ্যে একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, আরেকটি খাদে পড়ে আছে।
তিনি আরো জানান, নিহতরা সিএনজির যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
কিউএনবি/বিপুল/১১.০৭.২০২২/১০.২০