স্পোর্টস ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ক্যারিয়ারের ২৮ নম্বর টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক আজ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এজন্য তাকে অপেক্ষা করতে হলো পাক্কা দেড় বছর এবং ১৬টি ইনিংস। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিডনি টেস্টে।
১৪৭ বলে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি তুলে নেওয়া লাবুশানে থামেন ১২ বাউন্ডারিতে ১০৪ রান করে। শিকারী প্রভাত জয়াসুরিয়া। এরপর স্মিথ তার ২৮ নম্বর সেঞ্চুরি পূরণ করেন ১৯৩ বলে। হাঁকান ১৩টি বাউন্ডারি। নিখুঁত টেস্ট ইনিংস যাকে বলে সেটাই অনেকদিন পর দেখা গেল স্মিথের ব্যাটে। এরপর জয়াসুরিয়ার জোড়া ধাক্কায় ট্রাভিস হেড (১২) এবং ক্যামেরন গ্রিনকে (৪) হারিয়ে কিছুটা ব্যাকফুটে অস্ট্রেলিয়া। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্মিথ ১০৯* রানে ব্যাট করছেন। অজিদের সংগ্রহ ৫ উইকেটে ২৯৮ রান।
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৫