স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে কোনো পাওয়ার হিটার নেই- এটাই নির্জলা সত্য। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের প্রথম সূত্র ‘পাওয়ার হিটিং’। যে যত জোরে ব্যাট চালাতে পারবেন, তিনি ততটা সাফল্য পাবেন। কাল শেষ হওয়া উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেই সমস্যা আরও প্রকট হয়ে ধরা পড়ল। মাস চারেক পরই বিশ্বকাপ। সব দল যখন নিজেদের গুছিয়ে নিচ্ছে, বাংলাদেশ তখন ভাবছে পাওয়ার হিটিং নিয়ে।
উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ৫ উইকেটে হেরে সংবাদ সম্মেলনে এসে লিটন কুমার দাস বলেন, ‘অনেকে বলে টি-টোয়েন্টি টেকনিকের খেলা, অনেকে বলে দক্ষতার খেলা। আমার কাছে মনে হয়, অনেক সময় পাওয়ার হিটিংটাও জরুরি। এখানে আমরা অনেক বেশি পিছিয়ে। বিশ্বকাপে মাঠ অনেক বড় থাকবে। এটা আমাদের ভোগাবে। বেশি বেশি অনুশীলন করে এবং ম্যাচ খেলে যদি এতে আমরা উন্নতি করতে পারি, তাহলে আশা করি, বিশ্বকাপে ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। ‘
পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে নিজেদের শারীরিক সক্ষমতার প্রসঙ্গও টেনেছেন ৪১ বলে ৪৯ রানের ইনিংস খেলা লিটন, ‘ওরা জাতিগতভাবে অনেক শক্তিশালী, যেটা আমি না বা আমাদের দলের কেউই না। তারা চাইলেই যেকোনো সময় বড় ছক্কা মেরে দিতে পারে, যেটার সামর্থ্য আমাদের দলের অনেকেরই নেই। আমরা বেশির ভাগ সময় চার মারারই চিন্তা করি। আর ওরা ছয় বেশি মারে। এই পার্থক্য সব সময় থাকে। টি-টোয়েন্টিতে ভালো দলগুলোর চেয়ে আমরা অনেকখানি পেছানো। আমাদের অনেক জায়গায় কাজ করার আছে। ‘
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৭