ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জে পরকীয়া প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল। গতকাল বুধবার দিনগত রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পরকীয়া প্রেমিক চাল ব্যবসায়ী এমদাদ হোসেন ইমরান (৪৮) ও প্রেমিকা শিল্পি সূত্রধর (২৬)। এমদাদ কলাগাছিয়া ইউনিয়নের উত্তর মোহনপুর এলাকার হোসেন মিয়ার ছেলে ও দুই সন্তানের বাবা। অপরদিকে গৃহবধূ শিল্পী মানিক চন্দ্র সূত্রধরের স্ত্রী ও দুই সন্তানের মা।
এলাকাবাসী জানায়, দুই মাস ধরে স্বামীকে নিয়ে এমদাদের বাড়িতে ভাড়ায় থাকতেন শিল্পী। একপর্যায়ে বাড়িওয়ালা এমদাদের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ভাড়াটিয়া গৃহবধূর সঙ্গে পরকিয়া প্রেমের বিষয়টি টের পান এমদাদের স্ত্রীও। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে গতকাল বুধবার দিনগত রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে দুজন। মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত এমদাদের স্ত্রী সাহিদা বেগম ও শিল্পীর স্বামী মানিক চন্দ্র সূত্রধর বাদী হয়ে থানায় পৃথক অপমৃত্যু মামলা করেছেন।
কিউএনবি/বিপুল/০৭.০৭.২০২২/ রাত ১১.০৩