আন্তর্জাতিক ডেস্ক : জি-২০ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। বর্তমান জি-২০ সম্মেলনে ইন্দোনেশিয়া রয়েছেন তিনি। যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। বুধবার থেকে এখন পর্যন্ত ৫০ জনের বেশি মন্ত্রী ও এমপি তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগে রাজি হয়েছেন বরিস জনসন।
ফলে যুক্তরাজ্যের কনসারভেটিভ পার্টি এখন নতুন দলীয় প্রধান নিয়োগ করবে যিনি যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস সম্ভাব্য দলীয় প্রধান পদের দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী। সূত্র: সিএনএন
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১