ডেস্ক নিউজ : জার্মান প্রবাসী শিব শংকর পাল এই ম্যারাথনে অংশগ্রহণ করে উড়ালেন লাল-সবুজ পতাকা। কোভিড-১৯ এর কারণে দুই বছর বন্ধ থাকার পর আবার ভূস্বর্গ সুইজারল্যান্ডের Zermatt এলাকায় সর্বোচ্চ ও পৃথিবীর সুন্দরতম পর্বত মাতারহর্ন ( Matterhorn) পার্বত্য এলাকায় ও তবলারনে (Toblarone) বিশ্ববিখ্যাত চকলেট ও গাড়িবিহীন পাহাড়ি জনপদে Zermatt ২০তম আন্তর্জাতিক Marathon অনুষ্ঠিত হয়।
এবারের ম্যারাথনে ৬০টি দেশের প্রায় তিন হাজার দৌড়বিদ অংশ নেন। জার্মান প্রবাসী ষাট ছুঁইছুঁই বয়সী দোহার নবাবগঞ্জের শিব শংকর পাল বাংলাদেশি পতাকা হাতে দৌড়ান। তিনি এই পর্যন্ত ১১৬টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেন। এর মধ্যে হিমালয়, টোকিও, নিউইয়র্ক, দুবাই, ফ্রাংকফোর্ট, বার্লিন, তেলআবিবসহ অনেক ঝুঁকিপূর্ণ ম্যারাথনেও অংশ নিয়েছেন। জীবনদশায় ১৫০টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণের ইচ্ছা তার।
পুরুষদের মধ্যে ইতালিয়ান ম্যারাথন দৌড়বিদ রামুজ পিয়ারে আনড্রেয়া প্রথম হন, ৫০ কিলোমিটার এই আল্ট্রা ম্যারাথনে তার সময় লেগেছে চার ঘণ্টা পাঁচ মিনিট সাতাশ সেকেন্ড।
মহিলাদের মধ্যে লজিয়া ইভানা প্রথম হন, ৪২ কিলোমিটার দৌড়ে তার সময় লেগেছে তিন ঘণ্টা চল্লিশ মিনিট চার সেকেন্ড। প্রায় তিনশ স্বেচ্ছাসেবক কাজ করেছেন এই ম্যারাথনকে সফল করার জন্য।
অংশগ্রহণকারীদের মেডেল দেওয়া হয় ও বিজয়ীদের তাৎক্ষণিক ফুলেণ শুভেচ্ছা দেওয়া হয় মাতারহর্ন পাহাড়ের চূড়ায়। লজিয়া ইভানা বলেন, পাঁচবারের পর এবার প্রথম হলেন।
ফিনিশিংয়ে আমাদের বাংলাদেশিদের গৌরব বাংলাদেশের পতাকা হাতে স্ত্রী, কন্যা ও বাংলা মিডিয়ার সাথে আনন্দ উল্লাস করেন শিব শংকর। এ সময় মাথায় ভর করে পা উপরে তুলে তার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন এবং মিডিয়াকে বলেন, শরীর চর্চা সব মানুষের জন্য খুব জরুরি ও তার অদম্য ইচ্ছাশক্তিই আজ এ আন্তর্জাতিক ম্যারাথনে সাফল্য এনে দিয়েছে।
কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৫২