আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্র সৈকতে সাঁতার কাটছিলেন এক তরুণী। হঠাৎ একটি হাঙর তার পা কামড়ে ধরে। এ সময় আক্ষরিক অর্থেই হাঙরের সঙ্গে লড়াই করে হাঙরের মুখ খে বোনকে বাঁচান তার ভাই। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শেন বেথিয়া ওই পোস্টে আরও জানান, এ সময় অ্যাডিসনের সঙ্গে তার ভাই রেট উইলিংহামের ছিলেন। রেট একজন অগ্নিনির্বাপক কর্মী। তিনি আক্ষরিক অর্থে হাঙ্গরের সঙ্গে লড়াই বোনকে ছিনিয়ে নিয়ে তাকে একটি অচেনা ব্যক্তির নিকটবর্তী নৌকায় তোলেন। পায়ে মারাত্মক ক্ষত নিয়ে অ্যাডিসন চিকিৎসাধীন রয়েছেন বলে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫