স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে বার্মিংহ্যাম টেস্টে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। জেমস অ্যান্ডারসন ও মেথু পটসের গতির মুখে পড়ে ৯৮ রানেই সাজঘরে ফেরেন ভারতীয় ৫ তারকা ব্যাটসম্যান।
শুভমান গিল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, বিরাট কোহলি ও স্রেয়াশ আইয়ারের উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করে যান ঋষভ পন্থ ও রবিন্দ্র জাদেজা।
ষষ্ঠ উইকেটে পন্থ-জাদেজার অবিচ্ছিন্ন ১৮৮ রানের জুটিতে বড় সংগ্রহের পথে ভারত। প্রথম দিনের শেষ সেশনে পানি পান বিরতির পর ৬১.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ২৮৬ রান।
১২৮ ও ৫৪ রানে ব্যাটিংয়ে পন্থ ও জাদেজা। ঋষভ পন্থ ৮৯ বলে ১৫টি চার আর এক ছক্কায় ৩১তম টেস্টে পঞ্চম সেঞ্চুরি করেন।
কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৩৫