তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার সুর্বনজয়ন্তী উপলক্ষ্যে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মিলনায়তনে বিভিন্ন ক্লাশের ১শত শিক্ষার্থী নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তরান্বিত করা নিয়ে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, ডাঃ তানজারুল ইসলাম রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক এ.কেএম ইয়াহিয়া, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা জান্নাত আরা পপি।
নারীরা কিভাবে তথ্য আপার সহায়তায় এগিয়ে যেতে পারে উঠান বৈঠকে সে বিষয় নিয়ে আলোচনা করা সহ তথ্য আপার কার্যক্রম এবং শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ মুলক আলোচনা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২০