মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১১ শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমান ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২ টায় পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন জয়পুরহাট-০১ আসনের সাংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, পৌর প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র, উপজেলা ভাইাস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল ও উপজেলা কৃষি অফিসার লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪