ডেস্ক নিউজ : বিএনপি কখনো বিপদে মানুষের পাশে দাঁড়ায়নি দাবি করে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেছেন, বানভাসি মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছেন, তখন বিএনপি নেতারা লোকদেখানো ফটোসেশনে ব্যস্ত। তিনি সোমবার রাজধানীর সরকারি বাসভবন থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপির দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তবু বিএনপি আত্মবিশ্বাসী ও অপরিণামদর্শী রাজনীতিচর্চা করে যাচ্ছে। বিএনপি দেশবিরোধী ও উন্নয়নবিরোধী প্রচার এবং গুজবে বিশ্বাসী বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি ষড়যন্ত্রপ্রিয় জনবিরোধী অপশক্তি।
কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯