আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, বিশ্ব খাদ্য সংকটের জন্য রাশিয়া দায়ী না।
উল্টো পশ্চিমাদের দায়ী করে পুতিন বলেছেন, পশ্চিমারা রাশিয়ার খাদ্য পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়ে খাদ্য সংকট তৈরি করছে।
শুক্রবার বাণিজ্যিক জোট ‘ব্রিকস প্লাসের’ সামিটে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এমন কথা বলেন পুতিন।
তিনি বলেন, খাদ্য বাজার এখন ভারসাম্যহীন এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে।
রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতসহ মোট ১৭টি দেশ রয়েছে ব্রিকস প্লাস জোটে।
পুতিন পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, তারা রাশিয়া এবং বেলারুশের খাদ্য পণ্য এবং সারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ‘বৈশ্বিক কৃষি উৎপাদনকে অস্থিতিশীল করে দিচ্ছে’।
রুশ প্রেসিডেন্ট আরও জানান, কৃষিপণ্য বিশেষ করে শস্যের দাম বৃদ্ধি পাওয়ায় এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোর ওপর, যেগুলোর ‘বেশিরভাগ জনগণের বেঁচে থাকার জন্য রুটি এবং গম অত্যন্ত প্রয়োজনীয়’।
তাছাড়া ইউক্রেনে আটকে থাকা শস্য নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি দাবি করেন, এটি বৈশ্বিক বাজারের সমস্যা দূর করবে না।
পুতিন আরও দাবি করেছেন, বিশ্ব খাদ্য বাজারে রাশিয়া হলো একটি ‘দায়িত্বশীল দেশ’।
সূত্র: দ্য গার্ডিয়ান
কিউএনবি/অনিমা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪৩