বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

কাবুলে চীনের মাইনিং কোম্পানির জন্য বিলুপ্তিতে প্রাচীন বৌদ্ধ শহর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে কাবুলের কাছে বিশাল চূড়া থেকে খোদাই করা একটি প্রাচীন বৌদ্ধ শহর চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, কারণ এর একেবারেই কাছে বিশ্বের বৃহত্তম তামার খনিতে খনন শুরু করতে যাচ্ছে চীনের একটি মাইনিং প্রতিষ্ঠান।

হেলেনিস্টিক এবং ভারতীয় সংস্কৃতির মিশেলে অবস্থিত শহর ‘মেস আইনাক’কে এক-দুই হাজার বছর পুরানো বলে মনে করা হয়। শহরটি একসময় তামা উত্তোলন এবং ব্যবসায় চারপাশে ভরপুর একটি বিশাল শহর ছিল। প্রত্নতাত্ত্বিকরা এখানে বৌদ্ধ মঠ, স্তূপ, দুর্গ, প্রশাসনিক ভবন এবং বাসস্থান আবিষ্কার করেছেন। সেখানে শত শত মূর্তি, ফ্রেস্কো, সিরামিক, মুদ্রা এবং পাণ্ডুলিপিও আবিষ্কৃত হয়েছে।

শতাব্দীর শুরুতে সেখানে কিছু লুটপাট হওয়া সত্ত্বেও, মেস আইনাক হল ‘বিশ্বের সবচেয়ে সুন্দর প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি’- এমনটি বলেছেন বাস্তিয়েন ভারুৎসিকোস, যিনি ফরাসি কোম্পানি আইকনেমের একজন প্রত্নতাত্ত্বিক। এই প্রতিষ্ঠানটি এই শহর এবং এর ঐতিহ্যকে ডিজিটাল করার জন্য কাজ করছে।

কিন্তু গত বছরের আগস্টে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর আন্তর্জাতিক সাহায্য বন্ধ হওয়ার পর নতুন রাজস্ব খাত খুঁজে বের করতে তারা এই তামার খনির খনন প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়েছে। এর ফলে প্রত্নতাত্ত্বিক এই শহরটি শেষ হয়ে যেতে পারে।

শহরে আবিষ্কৃত বস্তুগুলি প্রধানত খ্রিস্টীয় ২য় থেকে ৯ম শতাব্দীর মধ্যে তৈরি করা। ১৯৬০ এর দশকের গোড়ার দিকে একজন ফরাসি ভূতাত্ত্বিক দ্বারা এই শহরটি পুনঃআবিষ্কৃত হয়। লোগার প্রদেশের মেস আইনাক, আকার এবং তাত্পর্যের দিক থেকে পম্পেই এবং মাচু পিচুর সমকক্ষ বলেই মনে করা হয়। এই ধ্বংসাবশেষ এক হাজার হেক্টর জুড়ে, একটি বিশাল চূড়ার উপরে অবস্থিত।

এই শহরের কাছেই অবস্থিত তামার খনিতে খননকাজ চালাতে ২০০৭ সালে মেটালার্জিক্যাল গ্রুপ কর্পোরেশন (এমসিসি) নামে চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কনসোর্টিয়াম ৩০ বছরের জন্য আফগানিস্তানের সঙ্গে একটি চুক্তি করে। এই চুক্তি অনুসারে আকরিক খনির জন্য আফগানিস্তান তিন বিলিয়ন ডলার পাবে।

তবে পনের বছর পার হয়ে গেলেও চুক্তির আর্থিক শর্তাবলী নিয়ে বেইজিং এবং কাবুলের মধ্যে নিরাপত্তাহীনতা এবং মতবিরোধের কারণে খননকাজ বিলম্ব হয়েছে।

তবে বর্তমানে প্রকল্পটি উভয় পক্ষের জন্যই অগ্রাধিকার পাচ্ছে এবং কিভাবে তা এগিয়ে নিয়ে যেতে হবে তা নিয়ে আলোচনা চলছে। তাই এই আশঙ্কা বাড়ছে যে সিল্ক রোডের অন্যতম সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসাবে বিবেচিত স্থানটি, যেখানে এই মেস আইনাক অবস্থিত, তা কোনরকম তদারকি ছাড়াই অদৃশ্য হয়ে যেতে পারে।

ভারুৎসিকোস এএফপিকে বলেছেন ২০১০ এর গোড়ার দিকে, এটি ছিল ‘বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক প্রকল্পগুলির মধ্যে একটি’। যদিও চীনের ওই কোম্পানিটি প্রত্নতাত্ত্বিকদের কাজ করার জন্য তিন বছরের জন্য মানিং অপারেশন শুরু স্থগিত করে। সে সময় হাজার হাজার প্রাচীন বস্তু উন্মোচিত হয়েছিল, কিছু কাবুল জাদুঘরে নেওয়া হয়েছিল, অন্যগুলি কাছাকাছি রাখা হয়েছিল।

সর্বশেষ ক্ষমতায় থাকাকালীন তালেবানরা ২০০১ সালের মার্চে বামিয়ানের বিশাল বুদ্ধ মূর্তিকে ধ্বংস করে বিশ্বকে চমকে দিয়েছিল, কিন্ত তারা বর্তমানে মেস আইনাকের আবিষ্কারগুলো সংরক্ষণ করতে বদ্ধপরিকর বলেই জানিয়েছে। খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাতুল্লাহ বুরহান এএফপিকে বলেন, ‘তাদের রক্ষা করা তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।’ এদিকে, চীনারা ভূগর্ভস্থ খনি খনন না করে, উপরেই খননকাজ চালানোর পক্ষে। যদি তাই হয়, তবে অতীতের সমস্ত চিহ্ন একদম শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত আফগানিস্তান তামা, লোহা, বক্সাইট, লিথিয়ামের বিশাল খনিজ সম্পদের উপর বসে আছে, যার মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি।

তালেবানরা আশা করছে, মেস আইনাক থেকে বছরে ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করবে, যা ২০২২ সালের জন্য পূর্ণ রাষ্ট্রীয় বাজেটের প্রায় ৬০ শতাংশ, তাই এখন প্রক্রিয়াটিকে তারা ত্বরান্বিত করতে চায়।

‘এই প্রকল্পটি অবশ্যই শুরু করতে হবে, এটিকে আর বিলম্বিত করা উচিত নয়’- সাম্প্রতিক তালেবান সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার চীনের মাইনিং কোম্পানিকে তাগাদা দিয়েছে। আলোচনা প্রায় ৮০ শতাংশ সমাপ্ত বলেও জানা গেছে।

তালেবান দাবি করছে, চুক্তির মধ্যে খনি এবং কাবুলকে মিলিত করে এমন একটি পাওয়ার স্টেশন নির্মাণ এবং পাকিস্তানের একটি রেলপথকে অন্তর্ভূক্ত করতে হবে। তারা আফগান কর্মীবাহিনীর সঙ্গে স্থানীয়ভাবে তামা প্রক্রিয়াকরণের জন্যও জোর দিয়েছে। তবে চীন এই চাহিদা মেটাতে নারাজ।

তামা খনন পরিবেশের জন্য দূষণকারী এবং এতে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন, এবং লোগার ইতিমধ্যেই একটি শুষ্ক অঞ্চল। বুরহানের মতে, তালেবান এই বিষয়গুলোতে ‘কঠোর মনোযোগ’ দিচ্ছে এবং নিশ্চিত করবে যে কনসোর্টিয়াম এই বিষয়ে তার বাধ্যবাধকতা পূরণ করে। তবে আপাতত এই বিলম্ব প্রত্নতাত্ত্বিকদের জন্য কিছুটা পরিত্রাণ।

যদিও বর্তমানে সাইটে কোন কাজ চলছে না, তবে প্রত্নতাত্ত্বিকগণ আশা করছেন খনির কাজ শুরু করার আগে খনন পুনরায় শুরু করা যাবে। তবে এটিও আন্তর্জাতিক সহযোগিতা এবং তহবিলের উপর নির্ভর করবে।

কিউএনবি/অনিমা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit