আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরের স্ন্যাক আইল্যান্ডে রুশ সেনাদের রুখে দিতে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনারা। এতে রাশিয়ার বড় ধরনের ক্ষতি হয়েছে। বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ড রুশ সেনাদের বিরুদ্ধে ওই দ্বীপে জয় পাওয়া গেছে বলে দাবি করেছে। খবর দ্য গার্ডিয়ানের।
ইউক্রেনীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্ম জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের হামলায় রাশিয়ান পান্তশির অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, একটি রাডার স্টেশন এবং দ্বীপটির যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা চলছে। প্রায় তিন মাসের যুদ্ধে দুপক্ষের বড় ধরনের ক্ষতি হয়েছে। রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্যশস্য এবং গ্যাস রপ্তানি বন্ধ ও সীমিত থাকায় অংশীদার দেশগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪