স্পোর্টস ডেসক্ : অ্যান্টিগা টেস্ট শুরুর ঠিক আগের দিন ফিটনেস পরীক্ষায় উতরে যান ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার কেমার রোচ। তাকে দলে পেয়ে বেজায় খুশি ক্যারিবীয় কোচ ফিল সিমন্স। তিনি বলেন, এটা দারুণ ব্যাপার যে, সে টেস্টের জন্য ফিট হয়েছে। তরুণদের জন্য সে সবসময়ই প্রেরণাদায়ক এবং এখন মাঠে নামতে তৈরি। প্রায় আড়াইশ টেস্ট উইকেট তার। শুধু মাঠের ভেতরে নয়, ড্রেসিং রুমেও সে যেভাবে ভূমিকা রাখে, তাকে পেয়ে আমরা খুবই খুশি। মাঠে নেমে সে যা সবচেয়ে ভালো করে, তা দেখতে মুখিয়ে আছি আমরা।
ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার সময় চোট পেয়েছিলেন রোচ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বুধবার বিবৃতি দিয়ে জানায়, চোট থেকে পুরোপুরি সেরে উঠে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এই পেসার। জেসন হোল্ডারের বিশ্রাম আর শ্যানন গ্যাব্রিয়েল না থাকায় বাংলাদেশ সিরিজে তুলনামূলক অনভিজ্ঞ হয়ে যায় উইন্ডিজের পেস আক্রমণ। কেমার রোচও না থাকলে ২০ টেস্ট খেলা আলজারি জোসেফ হতেন দলের অভিজ্ঞতম পেসার। সঙ্গে স্কোয়াডে আছেন ৭ টেস্ট খেলা জেডেন সিলস আর এক টেস্ট খেলা রেমন রিফার ও অভিষেকের অপেক্ষায় থাকা অ্যান্ডারসন ফিলিপ। তাইতো ১৩ বছরে ৭২ টেস্ট খেলে ২৪২ উইকেট শিকার করা কেমার রোচকে দলে পেয়ে খুশি স্বাগতিকরা।
কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২১