স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।
বিসিবির ব্যয় সংকোচনের পরিকল্পনায় এবার শুধু তার ওপরেই নির্ভর ছিল ছেলেদের দেখাশোনার দায়িত্ব।
আর সেই সুজনেরই যাওয়া হলো না ওয়েস্ট ইন্ডিজে। সফরের উদ্দেশ্যে রওনা দিয়েও দেশে ফিরে এসেছেন কাতারের দোহা থেকে।
শারীরিক অসুস্থতাই বাধ সাধল এ সফরে তার।
বিসিবি সূত্র জানায়, গত ৮ জুন স্পিনার তাইজুলও পেসার মোস্তাফিজের সঙ্গে উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন সুজন। কাতারের দোহায় ট্রানজিটের সময় রক্তচাপজনিত সমস্যা দেখা দেয় তার। বাকি দুইজন ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরলেও সুজন রয়ে যান। দেশের বিমান ধরে ঢাকা ফিরে আসেন। বর্তমানে নিজ বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন বিসিবির এই শীর্ষ কর্তা।
এদিকে তাইজুল ও মোস্তাফিজুর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছে যান। মোস্তাফিজ তিন তিনের প্রস্তুতি ম্যাচের খেলায় যোগদানও করেছেন।
সুজনের দেশে ফেরা ও অসুস্থতার বিষয়টি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক বলেছেন, ‘সুজন ভাই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কাতার থেকে দেশে ফিরে এসেছেন তিনি। ডাক্তারের পরামর্শে বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন।’
তিনি আরো জানান, সুজনের বদলে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ নিজাম। আগামী বুধবার উইন্ডিজের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০