খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : আগামী ১২ জুন সারাদেশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২২ এর কার্যক্রম শুরু হয়ে ১৫ জুন পর্যন্ত চলবে। ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা করে সহযোগিতা কামনা করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ। কর্শশালার বিষয়বস্তু উপস্থাপন করেন ডা. সাইফুর রহমান। এই সময় জেলা ইপিআই কর্মকর্তা মুজাম্মেল হক উস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ এস এম আবদুল্লাহ আল মুরাদ বলেন, শরীয়তপুর জেলায় এই ক্যাম্পেইন যাতে সফল হয় এজন্য জেলার প্রতিটি মসজিদের ইমাম ও খতিবদেরকে দিয়ে ক্যাম্পেইন সম্পর্কে বার্তা পৌঁছে দেবো। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে একটি লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে।
কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫