স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মত নারী ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ঘরে তুললো পোলিশ তারকা ইগা শিয়াতেক। শনিবার মেয়েদের একক ফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গফকে সরাসরি ২-০ সেট ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন শিয়াতেক। ক্যারিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। এই জয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে ২০০২ সালে ভেনাস উইলিয়ামসের গড়া রেকর্ড ছুঁলেন শিয়াতেক।
প্যারিসের রোলাঁ গারোয় ১৮ বছর বয়সী কোকো গফকে পাত্তাই দেয়নি শীর্ষ বাছাই শিয়াতেক। প্রথম সেট ৬-১ ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেট জিতে নেয় ৬-৩ ব্যবধানে। এরপরেই উদযাপনে মাতেন পোলিশ এই তারকা। এর আগে ২০২০ সালে প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। ছেলেদের এককের ফাইনালে আগামীকাল (রোববার) মুখোমুখি হবেন ১৩ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও ক্যাস্পার রুড।
কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৭