বিনোদন ডেস্ক : গল্পে টিনটিন আর রোহিনী চরিত্রে দেব-রুক্মিণী আর তাদের দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প কাছে টেনেছে ভ্ক্তদের। সম্প্রতি সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই টালিউডের লাভ স্টোরিতে ভাসছেন ভক্তরা। সিনেমাটিকে ঘিরে দর্শকের কৌতূহলও ছিল তুঙ্গে এবং সে কৌতূহল এবং প্রত্যাশা অবশ্য ধরে রেখেছে ‘কিশমিশ’ সিনেমাটি। সেই উচ্ছ্বাসই প্রকাশ পেয়েছে এই জুটির সোশ্যাল মিডিয়ায়।
ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাদের শেয়ার করা এক নতুন ভিডিও। যেখানে কিশমিশের সাকসেস পার্টির সেলিব্রেশনে মেতেছেন দেব-রুক্মিণী। সিনেমাটিকে ঘিরে দেবের প্রত্যাশাও ছিল ব্যাপক। এ প্রসঙ্গে দেব মন্তব্য করেন, ‘এখন আর রিজিওনাল সিনেমা বলে কিছু নেই। সব সিনেমাই জাতীয় স্তরের। যার কারণে প্রতিযোগিতাও বেশি। তিনি মনে করেন, একই ধাঁচের ছবিতে আটকে থাকলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই প্রয়োজন ভিন্ন ধাঁচের সিনেমা। আর সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমায় লাভ স্টোরির অভাব।
দেবের প্রত্যাশা ছিল সিনেমায় দেবের বিশেষ লুক আর চ্যালেঞ্জিংপারফরম্যান্স দর্শকের টেনে নিয়ে আসবে প্রেক্ষাগৃহে। হয়েছেও এমনটাই। তারই জেরে এবার সাকসেস পার্টির সেলিব্রেশনে মেতেছেন দুজন। অনেকটা সময় বিরতির পর দেব-রুক্মিণীর রসায়ন ‘কিশমিশ’ সিনেমার মাধ্যমে পর্দায় তুলে ধরেছেন রাহুল মুখার্জি। অভিনয়ের পাশাপাশি এ সিনেমাটি প্রযোজনা করেছেন দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে নির্মিত হয়েছে ‘কিশমিশ’।
কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪