খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের মডেল টাউন ও পানি উন্নয়ন বোর্ড এলাকায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা শহরের মডেল টাউন এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝি, বিএনপি নেতা খলিলুর রহমান খান, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি কেএম রফিকুল ইসলাম পিন্টু প্রমূখ। অপর দিকে পানি উন্নয়ন বোর্ড এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি আবুল হোসেন সরদার, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল জব্বার খান, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন মুন্সী, যুবদল নেতা জামাল উদ্দিন বিদ্যুৎ, এইচ এম জাকির হোসেনসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫