সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে জেলা সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জন অফিস সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য, অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ে বাস্তবায়নে আগামী ৫ জুন থেকে ৮জুন পযন্ত (৪দিন ব্যাপি) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার এর সভাপতিত্বে এসময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুনীর আলী আকন্দ, মেডিকেল অফিসার ডাঃ আশীষ কুমার সরকার প্রমূখ সহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার সভায় জানান, নওগাঁ জেলার ১১ টি উপজেলা এবং ০৩ টি পৌর সভায় মোট ০৩ লাখ ৩৮ হাজার ০৩ জন শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩২হাজার নয়শত ৯ এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুর সংখ্যা ০৩ লাখ ৫ হাজার ৯৪ জন।
কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮