ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : “জনশুমারি আয়োজন,সমৃদ্ধি ও উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে জনশুমারি ও গৃহগণনা উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার সকাল ১০টার দিকে উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিসংখ্যান উপ পরিচালক উম্মে কুলসুম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রজেক্টরের মাধ্যমে জনশুমারি ও গৃহগণনা বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন উপজেলা শুমারি সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান। এ সময় উপ পরিচালক বলেন, দেশব্যাপী আগামী ১৫ জুন থেকে ২৫ জুন পর্যন্ত জনশুমারি ও গৃহগণনা শুরু হবে। এরিমধ্যে শুমারির যাবতীয় প্রক্রিয়া অব্যাহত আছে । একজন গণনাকারীকে ৮০ থেকে ১২০টি খানা জরিপ করতে হবে বলে জানান হয়।
কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫