বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদীতে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেল ৫টায় গৌরনদী বাসষ্টান্ডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বর্নাঢ্য র্যালি শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা আবু সাঈদ নান্টু,গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, চাঁদশী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, বাটাজোর ইউপি চেয়ারম্যান রব হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোকন মল্লিক,
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামিম, সাধারন সম্পাদক আলআমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা,সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহামুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ রাতুল শরীফ প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৮