গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা নির্বাচন কমিশনের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ঘুষ গ্রহণের বিরুদ্ধে কাঠালিয়া সামাজিক আন্দোলনের পক্ষ হতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।১৬ মে সোমবার সকালে কাঠালিয়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ের বিভিন্ন দুর্নীতি ও ঘুষ গ্রহণের বিরুদ্ধে , সামাজিক সংগঠন কাঠালিয়া সামাজিক আন্দোলনের পক্ষ হতে মানববন্ধন করেন ।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ তুহিন শিকদার সহ সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় জনতা। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০.৩১