রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

ভোলাহাটে আম ফাউন্ডেশনের নির্বাচন

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৩১ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে আম ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে শনিবার ভোলাহাট রামেশ্বর পাইলট ইন্সটিটিউশনে সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এ নির্বাচনে মোট ৩১ টি পদ রয়েছে। এর মধ্যে সদস্যদের ভোটে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ২২ জন। কোন প্রার্থী না থাকায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ১ জন এলাকা প্রতিনিধি। বাকী ৮জন সভাপতিসহ পদাধিকার বলে বিনা নির্বাচনে থাকবেন নির্দিষ্ট পদে। সাধারণ সম্পাদক পদে হাঁস প্রতিকে ১হাজার৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মুনসুর আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকে মোঃ আতাউর রহমান পেয়েছেন ১হাজার২৯ ভোট ।

কোষাধক্ষ্য পদে টিউওবয়েল প্রতীকে ২হাজার৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ লাল দেওয়ান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকে মোঃ মোস্তাকিম পেয়েছেন ১হাজার৯০ ভোট। সহ-সভাপতি ২টি পদের মধ্যে চেয়ার প্রতীকে ২হাজার১৩২ ভোট পেয়ে প্রথম স্থানে বিজয়ী হয়েছেন মোঃ কামাল উদ্দিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালগাছ প্রতিকে শামিম আখতার মিঠু পেয়েছেন ১হাজার৫৩৩ ভোট। আনারস প্রতীকে ১হাজার৬৪৬ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বিজয়ী হয়েছেনমৌদুদুর রহমান শাহ বনি । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতিকে মোঃ আঃ রহমান পেয়েছেন ১০৪২ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক ২টি পদে মধ্যে ঘুড়ি প্রতিকে ১হাজার৬৫৬ ভোট পেয়ে প্রথম স্থানে বিজয়ী হয়েছেন মোঃ রবিউল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতিকে মোহাঃ আনসার আলী পেয়েছেন ১৩২৮ ভোট।

কলস প্রতিকে মোঃ নাসিরুদ্দিন (আর্মি)২হাজার৯৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বিজয়ী হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতিকে মোঃ সেলিম পেয়েছেন ৩৬৭ ভোট। এলাকা প্রতিনিধি হিসাবে ১৮টি ব্লকে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, তোফাজ্জল হক, মোঃ মজিবুর রহমান, মোঃ রবিউল ইসলাম, আনারুল হক, আঃ সাত্তার, সলেমান আলী, মোঃ নুরুল ইসলাম, বুলবুল আহম্মেদ, মোঃ জুল্লুর রহমান, হাবিল উদ্দিন দোয়েল, মোঃ মোরসালিন, ইউসুফ আলী টিপু, মোঃ আঃ মাজান, মোঃ নওসাদ আলী, মোঃ আরফেজ আলী বাশির, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সেলিম রেজা সাবুর।

উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ নিরপেক্ষ ভাবে কোন প্রকার বিশৃঙ্খলা ভোট গ্রহণ ও ফলাফল ঘেষণা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে তাবাসসুম। রিটানিং অফিসাওে দায়িত্বে থেকে ভোট গ্রহন করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ তাহসিনুর রহমান। উল্লেখ্য আমফাউন্ডেশনে মোট ৫হাজার ২৫৩জন ভোটারের মধ্যে সাধারণ সম্পাদক পদে ৭৩শতাংশ ভোট প্রদান করেন ভোটারেরা। এ ভোট গ্রহণে আম ফাউন্ডেশনের মোট ব্যয় ধরা হছে সাড়ে ৪লাখ টাকা বলে সূত্র জানায়।

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit