রনি আকন্দ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ৩৮৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোফাজ্জল হোসেন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জযপুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা । গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার হারুন্জা গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। সোমবার (০৯ মে) দুপুরে জয়পুরহাট জেলার কালাই উপজেলার সদর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালাই পৌরসভার এলাকায় অভিযান চালিয়ে ৩৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল, নগদ ৬০০ টাকাসহ মোফাজ্জল হোসেনকে আটক করে।
মোফাজ্জল হোসেন দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিবিন্ন উঠতি বয়সী যুবক, ও মাদক কারবারীদের নিকট উক্ত মোটরসাইকেল যোগে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় কালাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৪০