মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে আয়েশা ছিদ্দিকা(২০) নামের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে পুলিশ সুপার জানিয়েছেন হত্যার ঘটনায় রাতে নিহতের ভাই মোস্তাক হোসেন বাদী হয়ে ২ জনকে আসামী করে নারী ও শিশু নিরর্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার পরই গতরাতে অভিযুক্ত ২ আসামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলো পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শংকর মহন্তের ছেলে রনি মোহন্ত (৩০) ও একই উপজেলার আয়মাপাড়া গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে কামিনি জাহিদ (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা সিদ্দিকাকে ধর্ষনের চেষ্টা এবং হত্যার কথা স্বীকার করেছে আসামীরা। গতকাল ৭ মে আয়েশা সিদ্দিকার ভাই ও ভাবী বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে আয়েসার ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে এক পরযায়ে ব্যর্থ হয়ে তারা তার মুখে কাপড় গুজে দেয় এবং শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যায়। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত রহস্য উদঘটিত হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার । প্রেস কনফারেন্সে পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৫২