বিনোদন ডেস্ক : ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটসের সেক্রেটারি ক্যাপ্টেন সিএস রান্ধাওয়া একটি বিবৃতি জারি করে সিনেমাটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানান, সিনেমায় বিমানচালকের চরিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে তা একেবারে অবাস্তব। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটসের সেক্রেটারি ক্যাপ্টেন সিএস রানধাওয়া ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, ‘বিমানচালকদের পেশাকে অবাস্তবভাবে দেখানো হয়েছে এই সিনেমায়, যা কিনা যাত্রীদের মনে প্রভাব ফেলতে পারে। আমরা সকলেই বিনোদন উপভোগ করতে চাই এবং চলচ্চিত্র তৈরির ক্ষেত্রে শৈল্পিক ছাড়পত্র থাকে সেটাও মেনে নিচ্ছি। কিন্তু আমাদের মতো এমন অসাধারণ একটা পেশার ওপর ভিত্তি করে সিনেমা তৈরি করে, সেখানে গাঁজাখোরি কিছু বিষয় যোগ করে সেটাকে ‘বাস্তব প্রেক্ষাপটে বানানো’ বলে দাবি করা কখনোই উচিত নয়। যারা প্রতিদিন হাজার হাজার যাত্রীদের দায়িত্ব নিয়ে গন্তব্যে সুরক্ষিতভাবে পৌঁছে দেন, এটা সেই সব পাইলটদের অপমান করা।’
কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:২৭