মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে ১৯৭১ সালের ৫ মে পাকিস্থানী হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় মিলের ৪২ জন শহীদ শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তার পরিবার তাদের শহীদ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে সুগার মিল শহীদ পরিবার ফোরাম ৭১। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শহীদ সাগরের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উপস্থিত হয়ে তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুগার মিল শহীদ পরিবার ফোরাম ৭১ এর উপদেষ্টা শাহীন আল হাসান তালুকদার, সভাপতি ফরহাদ উজ জামান রুবেল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন প্রমূখ। মানববন্ধনে বক্তারা তৎকালীন সময়ে মিলের শহীদ সাগরে নিহত পরিবারকে শহীদ পরিবার হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির জোর দাবি জানান।
উল্লেখ্য ১৯৭১ সালের ৫ মে মিলের তৎকালীন ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিম সহ ৪২ জন শ্রমিক,কর্মচারি ও কর্মকর্তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তবে শুধু মাত্র মিলের তৎকালীন ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিমকে শহীদ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয় কিন্তু বাকি ৪১ জনকে আজ পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়নি।
কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৫৮