আমিনুর রশীদ চৌধুরী রুমান, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ১নং মির্জাপুর ইউনিয়নে শহরশ্রী গ্রামের জামেয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় নুর’স ফাউন্ডেশনের পক্ষথেকে ৫ জন হাফেজকে নগদ ৩১ হাজার টাকা প্রদান করা হয়েছে । শুক্রবার (২৯শে এপ্রিল) দুপুরে নুর’স ফাউন্ডেশনের পক্ষথেকে জামেয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ৩ জন ও নুরুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ২ জন হাফেজ এর হাতে নগদ ৩১ হাজার টাকা প্রদান করেন নুরুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ইমাম মাওলানা মোহাম্মদ মোশাহিদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন নুর’স ফাউন্ডেশনের সদস্য মো. নাইম আহমেদ, এলাকা মুরব্বি মো. মালদার মিয়া, নজিব আলী প্রমুখ।
উল্লেখ, প্রতি বছরের ন্যায় নুর’স ফাউন্ডেশন পবিত্র রমজান মাস উপলক্ষে জামেয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় ও নুরুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় খতমতারাবির নামাজ পড়ানোর জন্য মোট ৫ জন হাফেজ নিয়োগ করেন ও তাদেরকে হাদিয়া প্রদান করেন এবং এই এলাকায় প্রতি রমজান মাসে দ্বারাবাহিক ভাবে এবারো নুরুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৫০জন এতিম শিক্ষার্থীদের মাঝে সেহেরি ও ইফতার দিয়েছেন বলে জানাগেছে।
নুরুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ইমাম মাওলানা মোহাম্মদ মোশাহিদ মিয়া জানান, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামেয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় এই রমজান মাসে ৫ জন হাফেজ কে খতমতারাবি সম্পুর্ন করায় তাদের হাতে নগদ ৩১ হাজার টাকা হাদিয়া হিসেবে প্রদান করি। এই দান নুর’স ফাউন্ডেশন চেয়ারম্যান শেখ মো আব্দুর নূর তাঁর নিজ অর্থায়নে নুর’স ফাউন্ডেশন পক্ষথেকে প্রদান করা হয়। নুর’স ফাউন্ডেশন এ এলাকার উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করেছে বলে তিনি জানান।