ডেস্কনিউজঃ তিন দিনের অবকাশ যাপনে আগামী ১২ মে সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ১৪ মে পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এ সময়ে মেঘের উপত্যকা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটক আগমনে নিরুৎসাহিত করা হয়েছে। একইসঙ্গে এ সময়ে সাজেকের কংলাক ও রুইলুই চূড়ায় অবস্থিত সকল কটেজ-রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।
জেলা প্রশাসন ও সাজেক কটেজ মালিক সমিতি সূত্র জানিয়েছে, আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকে তিনদিনের অবকাশযাপনে আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময়ে রাষ্ট্রপতির আগমনে নিরাপত্তা বলয় জোরদার করতে ছয়দিন সকল রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজেক কটেজ মালিক সমিতির সদস্যভুক্ত ও সদস্যব্যতিত সব মিলিয়ে সাজেকের দুইটি পাহাড়ে শতাধিক আবাসিক কটেজ-রিসোর্ট রয়েছে। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, সবগুলো কটেজ-রিসোর্ট বন্ধের আওতায় থাকবে, তবে ১৫ মে পূর্বের ন্যায় খুলে দেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বণিক বার্তাকে জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত এ ছয়দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধ থাকবে। এসময়ে পর্যটকদের সাজেকে ভ্রমণে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বিজয় কুমার জোয়ার্দার বণিকবার্তাকে বলেন, আগামী ১২ মে মহামান্য রাষ্ট্রপতি সাজেক ভ্যালি ভ্রমণে আসবেন। ১৩ মে পর্যন্ত তিনি সাজেকে রাত্রিযাপন করে ১৪ মে সাজেক ত্যাগ করবেন।
কিউএনবি/বিপুল/২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ০৩:৫৩