খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা বিচার বিভাগের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ পালন করা হয়েছে। দিবসের সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রত্যুষে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বণি, কেন্দ্রীয় শহিদ মিনার ও জেলা জজ আদালত এলাকায় বঙ্গবন্ধুর ম্যূরালে সকাল সারে ৯টায় পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা ও দায়রা জজ আতালতের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালেহুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেহেনা আক্তার, ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক ঝলক রায়, যুগ্ম জেলা ও দায়রা জজ আফরোজা বেগম সহ, শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, জিপি এডভোকেট আলমগীর মুন্সি, পিপি মির্জা হজরত আলী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রূপম সহ জেলা জজ শীপ ও ম্যাজিস্ট্রেসির বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সেমিনারে শুরু হয়ে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন এবং বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।
কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮