
খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জেলা আওয়ামীলীগ। দিবস পালন উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রত্যুষে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বণি, কেন্দ্রীয় শহিদ মিনার ও জেলা শহরের চৌরঙ্গী এলাকায় বঙ্গবন্ধুর নব-নির্মিত ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দ সকাল ৭টায় বঙ্গবন্ধুর ম্যূরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় বাংলাদেশ শ্রমিকলীগ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক ওয়াদুদ সরদার, সদস্য সচিব আলমগীর হাওলাদার, যুগ্ম আহবায়ক আঃ মান্নান, সদর উপজেলা শাখার সভাপতি চুন্নু মাদবর, সাধারণ সম্পাদক কাদির মাদবর, শরীয়তপুর পৌরসভা শাখার সভাপতি হায়দার শিকদার, ও সাধারণ সম্পাদক বাদল বেপারীসহ বিভিন্ন পর্যায়েন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪