আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রতিনিধি : “দাম কমাও, মানুষ বাঁচাও” শ্লোগান নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবীতে মাদারীপুরে জেলা জাতীয় পার্টির উদ্যেগে মানব বন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় লেকপাড় এলাকায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব লিয়াকত খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মাদারীপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী বেলায়েত হোসেন টেনু মোল্লা, যুগ্ন আহবায়ক, আঃ রউফ খান, মাদারীপুর সদর উপজেলার আহ্বায়ক খোকন তালুকদার,কায়ূম খান,আজীম খান, .মনির হোসেন বেপারীসহ জেলার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এ মানব বন্ধনে অংশ নেয় ।
কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৬