গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি জেলায় সদ্য যোগদান করা ৩৬ জন চিকিৎসককে সংবর্ধনা দিলেন জেলা প্রশাসক মো.জোহর আলী। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,সিভিল সার্জন ডা.মো.শিহাব উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.কামাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুল আলম,রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল খায়ের রাসেল, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শিউলী পারভীন,কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তাপস কুমার তালুকদার,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.রিফাত হাসান ও এনডিসি মো.বশির গাজী। নতুন যোগদানকারী চিকিৎসকদের হাতে ফুল দিয়ে সংবর্ধনা জানান জেলা প্রশাসক। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক সদ্য যোগদানকারী চিকিৎসকদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। এ ধরনের আয়োজনের জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন চিকিৎসকরা।
কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫