গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পোনাবালিয়া ইউনিয়নে নুরুল্লাপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাদল হাওলাদারের স্ত্রী মিনারা বেগম (৫০) এর জরায়ুতে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসেন অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত মিনারা বেগম এর ছেলে সাগর হাওলাদার বলেন শুক্রবার সন্ধ্যায় নারিকেল গাছের গ্যাড়া থেকে ঘটনার সূত্রপাত।
আমার মা নারিকেল গাছের গ্যাঁড়া আনতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী একই পরিবারের সোনিয়া (৪০) স্বামী মিলন ফরাজী( ৪৫), ফিরোজ (৪০) পিতা সোরাফ ব্যাপারী ,মিলন ফরাজী( ৪৫)পিতা :সাধু ফরাজী, রিয়াজ(৩৫) পিতা :সোরাফ ব্যাপারী, শান্ত( ১৮) পিতা :মিলন ফরাজী। জিআই পাইপ দিয়ে হামলা করেন। হামলায় আমার মায়ের জরায়ু ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে আমার মা বরিশাল মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঝালকাঠি মেডিকেলে নিয়ে আসার সময় আমাদের কাছে চিকিৎসা করানো খরচ এবং বরিশাল নেওয়ার মতো কোনো অর্থ ছিল না।
ঝালকাঠির ঠিকাদার ও যুবলীগ নেতা ছবির হোসেন প্রাথমিক চিকিৎসা খরচ ও অ্যাম্বুলেন্স ভাড়া বহন করে।আমার মাকে বরিশাল চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। উক্ত হামলার ঘটনায় মিনারা বেগম এর ছেলে মাসুম হাওলাদার থানায় অভিযোগ দিলে রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন পুলিশ ।আটককৃতরা হলেন মিলন (৫৫) শান্ত (১৮)ফিরোজ (৩৫)। এব্যাপারে ঝালকাঠি সদর থানার এ এসআই শিপন জানান,এঘটনার পর রাতেই তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০