
স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলায় যখন নাজমুল হাসান পাপন আর সাকিব আল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বাংলাদেশ ক্রিকেট দল তখন দোহা থেকে জোহানেসবার্গের ফ্লাইটে উড়ছেন। গত দুই মাসের নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ শনিবার সাকিব জানিয়ে দেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। রবিবার রাতেই তিনি বিমানে উঠবেন। চমকপ্রদ এই খবরটি কালের কণ্ঠ’র প্রতিবেদকের মাধ্যমে ফ্লাইটে বসেই শুনেছেন অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকি সদস্যরা।
প্লেনে থাকা অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে, তিনি বিস্ময় প্রকাশ করেন এবং জানতে চান খবরটা সত্যি কি না। তখন তাকে খবরের সত্যতা নিশ্চিত করা হলে তামিম বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট বা সাকিব কী বলেছে সেটা তো আমি জানি না। জেনে মন্তব্য করব। এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না, যেহেতু আমরা প্লেনে আছি। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে বোর্ডের সঙ্গে যোগাযোগের পর এ বিষয়ে মন্তব্য করব। ‘
উল্লেখ্য, গত ৬ মার্চ বিজ্ঞাপনী কাজে দুবাই যাওয়ার আগে সাকিব বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সফরে যাবেন না। এতে বেজায় চটে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়েছিল। তবে আজ সাকিব বললেন, ‘তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি অ্যাভেইলেবল। ‘
কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৭