
স্পোর্টস ডেস্ক : শনিবার থেকে শুরু হয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিবারাত্রির এই টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত। ব্যাট হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। দ্বিতীয় ওভারেই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৪ রানের মাথায় রানআউট হয়ে গেলেন মায়াঙ্ক আগারওয়াল।
দলীয় ২৯ রানে ফিরে গেছেন রোহিত শর্মাও। ২৫ বলে ১৫ রান করে লাসিথ এম্বুলদেনিয়ার শিকার হয়েছেন তিনি। প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ২ উইকেটে ২৯ রান। হনুমা বিহারি ৬ ও বিরাট কোহলি শূন্য রানে ব্যাট করছেন। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২২ রান ও ইনিংসে হেরেছিল শ্রীলঙ্কা। ফলে সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে জিততেই হবে শ্রীলঙ্কাকে। তবে রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর থেকে ভারতীয় দল যেন নতুন উদ্যমে খেলছে। এই ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলাটা মোটেও সহজ হবে না শ্রীলঙ্কানদের।
২০১৮ সালের জুন মাসের পর টেস্ট ফিরেছে এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে। দীর্ঘ ২ বছর পর আজ ১০০ শতাংশ দর্শক মাঠে ঢোকার অনুমতি পেয়েছে। ফলে গোলাপি বলের এই ম্যাচকে ঘিরে ভারতের সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি উন্মাদনা।
কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫১