
সিলেট প্রতিনিধি : সিলেট শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের সাহেবেরগাঁওয়ে সাহেবেরগাঁও যুব কল্যাণ পরিষদের ওয়াজ মাহফিল গত ১০ মার্চ বৃহস্পতিবার সাহেবেরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আসর শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।জামেয়া হযরত আবু বক্কর সিদ্দিক রা. তেমুখী, সিলেটের মুহতামিম হাফিজ আশিকুর রহমান ও সাহেবেরগাঁও জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী শায়েস্তা খাঁন এর পৃথক পৃথক সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান। বয়ন পেশ করেন টুকেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জসীম উদ্দিন, সাহেবেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আব্বাস উদ্দিন প্রমুখ।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হাজী সুন্দর আলী, বিশিষ্ট মুরব্বী ইঞ্জিনিয়ার জমসিদ (বড় মুরব্বি), আব্দুল কাইয়ুম, সিরাজুল হক, আব্দুস সাত্তার, আবু তালিব, আবুল হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রহিম, হাজী নজির হোসেন, শ্রমিক নেতা মুরাদ, বদরুল ইসলাম, বুরহান উদ্দিন. সাহেবেরগাঁও যুব কল্যাণ পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন, সহ সভাপতি নুর ইসলাম ও গাজী ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক রুমেল আহমদ, সহ সাধারণ সম্পাদক আল আমীন, অর্থ সম্পাদক জাহেদ, আইন বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সদস্য বক্কর আহমদ, সুপ্রা, তমাল, বদরুল, কালাম, জাহাঙ্গীর, আবু জহুর, আল মুমিন প্রমুখ সহ পরিষদের সদস্য ও এলাকার সর্বস্তরের মুসল্লিগণ।
কিউএনবি/অনিমা/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫১