মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ১৪ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বুধবার ভোরে বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে দুজন আসামীকে গ্রেপ্তার করেছেন কালাই থানার পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাটের কালাই পৌরসভার ধাপ মহল্লার আব্দুল আজিজ ফটুর ছেলে আবির (১৬) এবং একই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে জাহিদুল ইসলাম (৩৩)।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে ধর্ষিতার মায়ের (৩৩) হাত ভেঙ্গ যায়। তখন তিনি বিশ্রামের জন্য তার নিজ বাড়ি কালাই পৌরসভার ধাপ মহল্লা থেকে বাবার বাড়ি শিমুলতলীতে বেড়াতে যান। তবে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার আগে,প্রতিবন্ধী কিশোরী মেয়েকে তাদের একই গ্রামের এক ফুফুর (৪০) বাড়িতে রেখে যান। ঘটনার দিন গত ৬ মার্চ কিশোরীটি নিকটবর্তী চাতাল ব্যবসায়ী বজলুর রহমানের বাড়িতে বেড়াতে যায়। সেখানে সারাদিন থাকার পর কিশোরীটি সন্ধ্যায় বাড়িতে ফিরছিল।
তখন আসামীরা ওই কিশোরীকে ফুসলিয়ে চাতালের শ্রমিকদের থাকার টিনশেডে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে দলবেধে ধর্ষণ করে। আর ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য আসামীরা ভিকটিমকে ভয়ভীতি দেখায়। পরে খবর পেয়ে ধর্ষিতার মা বাড়িতে আসেন। এরপর গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কালাই থানায় দুজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলা আমলে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করেন। কালাই অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ বুধবার ভোরে বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে দুজন আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩