মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। ‘টেকসই আগামীর জন্য এখনই লৈঙ্গিক সমতা’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বেলা ১১ টায় পৌর বিজয় উল্লাস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পুনাক নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। পুলিশ নারী কল্যাণ সমিতি’র (পুনাক) আয়োজনে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম। সভাপত্বি করেন, পুনাক কুষ্টিয়ার সভাপতি দিলরুবা আলম।
কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০