ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে গরম পানি দিয়ে প্রতিবন্ধী চা দোকানিকে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত জহির আহম্মেদ রিপন ভূঁইয়াকে আটক করা হয়েছে। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রাম থেকে রিপনকে আটক করে। এর আগে রোববার সন্ধ্যায় দোকানের পাওনা টাকা চাইলে রিপন ভূঁইয়া গরম পানির কেটলি ছুড়ে মেরে আলমগীরকে ঝলসে দেয়। আলমগীর রায়পুর উপজেলার বামনীর সাইচা গ্রামের বাসিন্দা ও কাজিরদিঘীরপাড় বাজারের চা দোকানি।
আটক রিপন হামছাদী একরাম উদ্দিন ভূঁইয়াবাড়ির তোফায়েল আহম্মেদ কালু ভূঁইয়ার ছেলে। সে নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে স্থানীয়ভাবে প্রভাব দেখানোর চেষ্টা করে। তবে আওয়ামী লীগে তার কোনো পদপদবি নেই। আহত চা দোকানি আলমগীর জানান, কয়েক বছর ধরে রিপন ভূঁইয়া প্রায়ই আলমগীরের দোকানে এসে চা-সিগারেটসহ বিভিন্ন খাবার খেয়ে টাকা দেয় না। টাকা চাইলে পরে দেবে বলে চলে যায়। মাঝেমধ্যে দলবল নিয়ে এসে খেয়ে চলে যায়। এর পর থেকে আর তার বাকির হিসাব রাখা হয় না।
রোববার সন্ধ্যায় দোকানে এসে রিপন চা-সিগারেট নেয়। এ সময় টাকা চাইলে রিপন দেবে না বলে জানায়। এতে পরে তাকে আলমগীর দোকানে না আসার জন্য বললে বাদানুবাদের একপর্যায়ে গ্যাসের চুলার ওপর থাকা গরম পানিসহ চায়ের কেটলি তিনি আলমগীরের শরীরে ছুড়ে মারেন। দ্বিতীয় কেটলি ছুড়ে মারার সময় আলমগীর তা হাত দিয়ে ধরে ফেলেন। এতে তার হাত, হাঁটু, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
আলমগীরের মেয়ে রত্না আক্তার বলেন, ভয়ে প্রথমে আমরা মামলা করতে পারিনি। রিপন আমার বাবাকে ঝলসে দিয়েছে। আমরা থানায় গিয়ে মামলা করব। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, রিপনকে আটক করা হয়েছে। এখনও ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেয়নি। তারা মামলা করলে রিপনকে গ্রেফতার দেখানো হবে।
কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪