শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার তেনুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অবশেষে স্থগিত ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থীর মনোনয়ন ফরম না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে জানা গেছে, জেলার পূর্বধলা উপজেলার তেনুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৫ জানুয়ারী নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। আগামী ২২ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আবদুল লতিফ মাসুদকে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই অনুযায়ী ২৮ জানুয়ারী থেকে ৩রা মার্চ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রয়ের কথা থাকলেও অভিবাবক সদস্যরা নিদিষ্ট সময় পর্যন্ত ফরম না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেনুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে মনোরয়ন ফরম বিতরণ ও জমা দানসহ নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর চিঠি প্রেরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, তেনুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪