
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞা আসছে। এ অবস্থায় রাশিয়ান বিলিয়নিয়ার আলিশের উসমানভের একটি সুপারইয়াট (বিলাসবহুল প্রমোদতরি) হামবুর্গ শিপইয়ার্ডে জব্দ করেছে জার্মানি। এটির মূল্য প্রায় ৬০০ মিলিয়ন ডলার বা ৫,১০০ কোটি টাকা।
ফোর্বসের প্রতিবেদনের বরাতে আল-জাজিরা জানিয়েছে, এরপর রাশিয়ান বিলিয়নিয়ারদের মালিকানাধীন কমপক্ষে পাঁচটি বিলাসবহুল প্রমোদতরি মালদ্বীপে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ভ্লাদিমির পোটানিনের মালিকানাধীন ৮৮ মিটার দীর্ঘ প্রমোদতরিও সরানো হয়েছে। ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ চুক্তি নেই।
কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৯