
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার অভিযানের অষ্টম দিন চলছে বৃহস্পতিবার। চলমান এই সংঘাতে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এরইমধ্যে রাশিয়ার একটি ট্যাংক ইউক্রেনের একদল সাধারণ মানুষের ‘দখল’ নিয়েছে। তারা সেই ট্যাংকটি কেবল দখলই নেননি। দখল শেষে ট্যাংক নিয়ে বরফ আচ্ছাদিত রাস্তায় আনন্দ ভ্রমণও করেছেন।
ভিডিওটিতে রুশ সামরিক যানটিকে খারকিভের একটি তুষার আচ্ছাদিত মাঠের মধ্য দিয়ে চলতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল যানটিকে টি-৮০বিভিএম সাঁজোয়া যুদ্ধ ট্যাংক হিসেবে চিহ্নিত করেছে।এদিকে বেশ কয়েকজন ইউক্রেনীয় রাশিয়ান সৈন্যদের ফেলে যাওয়া অস্ত্র ও যানের ভিডিও এবং ছবি পোস্ট করেছে। ইউক্রেনীয়দের দাবি যেসব রুশ সেনা এসব অস্ত্র ও যান ফেলে গেছে তারা হয় বন্দি হয়েছে কিংবা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে।
এদিকে, রাশিয়ান সেনারা যুদ্ধ এড়াতে তাদের যানবাহনে নাশকতা চালাচ্ছে বলে পেন্টাগনের এক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সেনারা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। রুশ সেনাদের বলা হয়েছে ‘সবাইকে গুলি করতে’। এই কারণে রুশ সেনারা কাঁদছে এবং যুদ্ধ এড়াতে তাদের যানবাহনে নাশকতা চালাচ্ছে।
ওই পেন্টাগন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, রুশ সেনাদের একটি গুরুত্বপূর্ণ অংশই তরুণ। তাদের ভালোমতো প্রশিক্ষণ নেই। অনেকেই পূর্ণমাত্রায় সামরিক অভিযানের জন্য প্রস্তুত নন। এছাড়া রুশ সেনাদের মনোবলও কম। এমনকি তারা খাবার ও জ্বালানির মতো প্রয়োজনীয় জিনিসের সংকটে ভুগছে বলেও ওই পেন্টাগন কর্মকর্তা জানান। তিনি বলেন, যুদ্ধ এড়াতে এই সৈন্যরা ইচ্ছাকৃতভাবে তাদের যানবাহনে ছিদ্র করেছে।
কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫