খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশী ত্রিমুখী বাঁধার কারণে বাড়িতে বাড়িতে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন শরীয়তপুর জেলা বিএনপি। ২ মার্চ বুধবার শরীয়তপুর সরকারী কলেজ মাঠে সরকারের দূর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। একই স্থানে একই সময়ে যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা সমাবেশের আয়োজন করে। পরবর্তীতে পুলিশের বাঁধার মুখে কলেজ মাঠে সমাবেশ করতে ব্যর্থ হয়ে জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্যার বাস ভবনে, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদারের বাস ভবনে ও বিএনপি নেতা মান্নান মাদবরের বাস ভবনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা কর্মীরা।
কলেজ মাঠের সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু প্রধান অতিথি হিসেবে যোগদান করার জন্য শরীয়তপুরে আসেন। কিন্তু তিনি ত্রিমূখী বাঁধার সম্মুখিন হয়ে সমাবেশে উপস্থিত হতে না পেরে পথিমধ্যে মাহাবুব রহমান তালুকদারের বাড়িতে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য রাখেন। এই সময় যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এসএম জিলানী উপস্থিত ছিলেন।
অপর দিকে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে উপস্থিত নেতা-কর্মীগণ শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান শিকদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভপতি সিরাজুল হক মোল্যার বাস ভবনে বিক্ষোভ সমাবেশ করেন।
এই সময় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, প্রশাসনের কাছে অনুমতি চাওয়ার পরেও পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বাঁধার মুখে পূর্ব নির্ধারিত স্থান শরীয়তপুর সরকারী কলেজ মাঠে সমাবেশ করতে দেয়া হয়নি। নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশী হয়রানিরও অভিযোগ করেন বিএনপি নেতারা। বিএনপির নির্ধারিত কর্মসূচী শুরুর আগে থেকেই জেলা শহরের বিভিন্ন সড়কে ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের মটর সাইকেলে মহরা দিতে দেখা গেছে। প্রতিকূল পরিবেশে অনেকটাই বাধ্য হয়ে জেলা বিএনপি নেতা মাহাবুব আলম তালুকদারের বাস ভবনে সংক্ষিপ্ত সমাবেশ করে পুলিশি প্রহরায় শরীয়তপুর ত্যাগ করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪