শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

যে নেতৃত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে সেই নেতৃত্বই গঠন করতে হবে 

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১১০ Time View

 

শান্তা ইসলম, নেত্রকোনা : যে নেতৃত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে সেই নেতৃত্বই গঠন করতে হবে। পিছনের দিকে না তাকিয়ে আগামী নেতৃত্ব যেন শক্তিশালী হয় সেদিকে প্রাধান্য দিতে হবে। প্রবীণ ও নবীনদের নিয়ে নারী নেতৃত্বের মূল্যায়ন করে কমিটি গঠন করা হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়া মাঠে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা ও পৌর কমিটির সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় তিনি বলেন, এই দুই কমিটিতে যেন দেশদ্রোহী, মাদকসেবক, মাদক ব্যবসায়ী ও সমাজবিরোধীরা নেতৃত্বে জায়গা যেন না পায়। আজকের কমিটিতে হয়তো সকলের স্থান হবেনা এরপরেও সকলে মিলে একসঙ্গে পথ চলতে হবে। তিনি সুদীর্ঘ সময় সরকারে থাকা আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের দিক এবং পাশাপাশি বিএনপির রাজনৈতিক দূর্দশা ও ব্যর্থতার দিকগুলো তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন করেছেন। শেখ হাসিনার সরকার আছে বলেই দেশের এতো উন্নয়ন সম্ভব হচ্ছে। আমাদের যত অর্জন দেখি- ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সব কিছুই এসেছে আওয়ামীলীগের হাত ধরে এবং আওয়ামীলীগের হাত ধরেই আমরা স্বপ্নের সোনার বাংলায় পৌঁছে যাবো। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তিসহ আন্তর্জাতিক অঙ্গনে সকল শুভ কাজে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসছে।

দীর্ঘ প্রায় ২০ বছর পর নেত্রকোনার সদর উপজেলা ও ২৬ বছর পর পৌরসভা শাখার স¤েœলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ সরকারের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক অধ্যাপক ভজন সরকারের সঞ্চালনায় এই যৌথ সম্মলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় যুব মহিলালীগের সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, মানু মজুমদার এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, সাবেক যুব ও ক্রীড়া উপ মন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ওবায়দুল হক রতন প্রমূখ।

সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি প্রানেশ সরকার সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনের বিরতিতে যান। সম্মেলনে জেলা উপজেলার হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতি সম্মেলনকে প্রাণবন্ত করে। জাতীয় সংগীত শেষে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশন শেষে নেত্রকোনার সদর উপজেলায় আতাউর রহমান মানিককে সভাপতি ও হাফিজুর রহমান খানকে সাধারণ সম্পাদক এবং পৌরসভা শাখার সভাপতি পদে অর্পিতা খানম সুমী ও সাধারণ সম্পাদক পদে টিটু দত্ত রায়কে ঘোষণা দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit