গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি শিল্পকলা একাডেমি মাঠে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিনের বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ২১টি স্টলে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেছে।এই বিজ্ঞান মেলা উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াডে ৪টি উপজেলার বিজয়ীরা কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। শনিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে দুইদিনের বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার,এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা মৎস কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতিসহ অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক অতিথিদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন করেন।আগামীকাল রবিবার দুইদিনের এ মেলার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে।
কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৬