শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিরা যেসব জরুরি নম্বরে যোগাযোগ করবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ Time View

 

ডেস্ক নিউজ : ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা তাদের সুবিধামতো সীমান্তবর্তী দেশ- পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা হয়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন। ইউক্রেনের বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে।

স্লোভাকিয়া এবং হাঙ্গেরির জন্য- অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের রাহাত বিন জামান, ডেপুটি চিফ অফ মিশন, নম্বর +৪৩৬৮৮৬০৩৪৪৪৯২ এবং জুবায়দুল এইচ. চৌধুরী, এসিও, নম্বর +৪৩৬৮৮৬০৬০৩০৬৮; রোমানিয়া এবং মলদোভার জন্য- রোমানিয়াতে বাংলাদেশ দূতাবাস বুখারেস্ট, নম্বর +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯ এবং মীর মেহেদী হাসান, টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ নম্বর +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯; পোল্যান্ডের জন্য- পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ, মো. মাসুদুর রহমান, নম্বর +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২, মো. মাহবুবুর রহমান +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩, ফারহানা ইয়াসমিন +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১, বিল্লাল হোসেন +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫ এবং মো. রব্বানী +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩। এরই মধ্যে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের পোল্যান্ডে যেতে ভিসা লাগবে না বলে জানা গেছে।

এছাড়া রোমানিয়া যেতে পারবেন ইউক্রেনের নাগরিকরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit