আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে তিনশ পিস ইয়াবাসহ ২জন কে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। গত ২৩ ফেব্রুয়ারী বুধবার উপজেলার হামছায়াপুর গ্রামে অভিযান চালিয়ে শাহবন্দেগী ইউনিয়নের গড়েরবাড়ি এলাকার মো. গোলাম রব্বানীর ছেলে মোনারুল ইসলাম ওরফে মোমিন (৩৩) ও হামছায়াপুর এলাকার মৃত ছফর উদ্দিনের ছেলে সাবেক মেম্বর টিএম নুরুল ইসলাম (৬৪) কে গ্রেফতার করে থানা পুলিশ।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হামছায়াপুর এলকায় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের আরেক সহযোগি ইউসুফ আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, তাদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮